নিউজজি প্রতিবেদক ২৮ এপ্রিল, ২০২০, ২১:০৪:৩৮
ছবি: ফাইল
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি'র নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নির্মিত করোনা ভাইরাস (COVID-19) পরীক্ষার ল্যাব আগামিকাল শুভ উদ্বোধন হচ্ছে।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামীকাল (২৯ এপ্রিল) দুপুর ১২টায় এ ল্যাব-এর শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (COVID-19) এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি প্রদান করে স্বাস্থ্য অধিদপ্তর।
নিউজজি/জেডকে