সাতক্ষীরা প্রতিনিধি ২৮ এপ্রিল, ২০২০, ২১:১০:১৪
ছবি : নিউজজি
সাতক্ষীরা: করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ পরিবারে খাদ্য সহায়তা ও নগত অর্থ সহায়তা করছেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা।
মঙ্গলবার তিনি সাতক্ষীরা পৌরসভার রসুলপুর ক্লাব মাঠসহ বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ পরিবারে খাদ্য সহায়তা, কাঁচাবাজার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবেলায় নানামুখী কার্যক্রম পরিচালনা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন তিনি।
জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোন্সা আরা বলেন, দেশের এই দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমাদের এসব সাহায্য কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজজি/ এসআই