নিউজজি প্রতিবেদক ২৯ এপ্রিল, ২০২০, ১২:৫৭:৫৫
সাংবাদিক খোকনের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক
ঢাকা: দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিক খোকন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম মোহাম্মদ কাদের।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাংবাদিক হুমায়ুন কবীর খোকন একজন দক্ষ গণমাধ্যম কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। সহকর্মীদের কাছে অত্যান্ত জনপ্রিয় সাংবাদিক খোকন গণমাধ্যম কর্মীদের দুঃসময়ে আস্থার প্রতিক হিসেবে কাজ করেছেন। সাংবাদিক হুমায়ুন কবীর খোকন এর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম এক আদর্শবান নেতাকে হারালো।
দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর খোকন এর মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।
নিউজজি/টিবিএফ