নিউজজি প্রতিবেদক ২৯ এপ্রিল, ২০২০, ১৩:১৯:০৭
সাংবাদিক খোকনের মৃত্যুতে শোক প্রকাশ
: ঢাকাদৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো। ক্ষুরধার লেখনী ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের জন্য তিনি সবার মাঝে বেঁচে থাকবেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
এক শোকবার্তায় আইজিপি বলেন, একজন নিষ্ঠাবান সা়ংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার ক্ষেত্রে জনাব কবিরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।
আরো শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন (ডিকাব)। বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।
ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এক শোক বার্তায় সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু হয়।
নিউজজি/টিবিএফ