ঠাকুরগাঁও প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২০, ১৩:৩০:৩৯
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও: হরিপুরের নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ে এসেছে। এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ৩৫ জনের নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সন্ধায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এর সত্যতা নিশ্চিত করেন।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ১৫ জন। এর মধ্যে পীরগঞ্জের একজন ও হরিপুরের একজন মোট দুইজন সুস্থ হয়েছে। এ পর্যন্ত কেউ মৃত্যু বরণ করে নাই।
এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত। এর মধ্যে লালালমনিরহাট আদিতমারী এক, কুড়িগ্রাম সদর এক, নীলফামারী কিশোরগঞ্জ এক, গাইবান্ধা পলাশবাড়ী এক ও ঠাকুরগাও হরিপুর একজন সনাক্ত হয়েছে।
নিউজজি/এসএম