শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

দেশ

চট্টগ্রাম বন্দরে বিনা মাসুলে পণ্য ছাড়ের সুযোগ

চট্টগ্রাম অফিস ২৯ এপ্রিল, ২০২০, ১৪:৪৯:৫৭

226
  • ইন্টারনেট থেকে

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের ভেতর আটকে থাকা সব ধরনের আমদানি পণ্য স্টোর রেন্ট বা মাসুল ছাড়াই ছাড়ের অনুমতি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। শিল্প ও বাণিজ্যিক সব আমদানিকারক আগামি ৪ মে পর্যন্ত বন্দর থেকে পণ্য ছাড় নিতে এই সুবিধা পাবেন ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে এই আদেশ জারি করেছেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম।

এর আগে গত সোমবার এক আদেশে শুধু পোশাকশিল্প মালিকদের জন্য শতভাগ মাসুল ছাড়ের অনুমতি দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এতে অনেকটা ক্ষুব্ধ হয়েছিলেন বাণিজ্যিক পণ্য আমদানিকারকরা। এর পরিপ্রেক্ষিতেই আগের আদেশ সংশোধন করে নতুন আদেশ দিল বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে গতকাল পর্যন্ত ৪৭ হাজার ৪০৩ একক আমদানি কনটেইনার জমেছিল।

নিউজজি/ এসআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন