সিরাজগঞ্জ প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২০, ১৫:৩৩:৫২
সিরাজগঞ্জে ৮ মাসের শিশুকে জবাই করে হত্যা, মা আটক
সিরাজগঞ্জ: শাহজাদপুরে বেলাল হোসেনে ফাহিম নামে ৮ মাস ১৪ দিনে এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা মুক্তা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক কলোহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারন করছে। নিহত বেলাল হোসেন ফাহিম শাহজাদপুর উপজেলার জামিরতা জোতপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, মঙ্গলবার মধ্য রাতে ফাহিমকে মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। টেপ দিয়ে তার মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়। ঘটনার সময় নিহতের বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলো।
পারিবারিক কলোহের কারনে তার মা এই হত্যাকাণ্ড ঘটাতে পাতে। নিহত শিশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহ্নত ধারালো ছুরি ও টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজজি/এসএম