নিউজজি প্রতিবেদক ২৯ এপ্রিল, ২০২০, ১৫:৪৩:০৫
ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃত্যু
: ঢাকা রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরে ছটফট করতে করতে মারা গেছেন এক ব্যক্তি। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তার নাম আব্দুর রশিদ।
বাতেন বিপ্লব নামের একজন ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, আজ দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের সামনে মানুষ জড়ো হতে গিয়ে এগিয়ে যাই। দেখি দোকানের ভেতরে একজন পড়ে আছেন।
ওষুধ কিনতে এসে ওষুধ নেয়ার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করে মারা গেছেন বলে ফার্মেসির মালিক জানায়- যোগ করেন ওই প্রত্যক্ষদর্শী।
ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। আমাদের থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।
নিউজজি/টিবিএফ