সাতক্ষীরা প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২০, ১৬:৫৪:২৮
ছবি : নিউজজি
সাতক্ষীরা: করোনা প্রাদুর্ভাবে সাতক্ষীরায় অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবনেতা সৈয়দ আমিনুর রহমার বাবু। সাবেক এই ছাত্রনেতা তার নিজ ফেসবুক এবং মোবাইলে এসএমএসর মাধ্যমে ইতোমধ্যে পাঁচ হাজারেরও বেশি পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার দুপুরে কাটিয়া সরকার পাড়ায় কয়েকটি পরিবারে এ ইফতার সামগ্রী পৌঁছে দেয়। প্রতিটি প্যাকেটে ছোলা, মিছরি, খেজুর, সেমাই, মুড়ি, চিনি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম, আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া প্রতিদিন জেলাব্যাপি সাধারণ অসহায় দুস্থ পরিবারের মাঝে নিজ উদ্যোগে তিনি এ খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এসব দুস্থ অসহায় পরিবারে ইফতার সামগ্রীও বিতরণ করছে।
নিউজজি/এসএম