রাঙামাটি প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২০, ১৭:০৪:৪৯
ইন্টারনেট থেকে
রাঙামাটি: কাপ্তাই হ্রদে মাছের বংশ বৃদ্ধি ও অবমুক্ত পোনার যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার লক্ষে হ্রদে মাছ শিকার, বিপনন ও পরিবহন বন্ধে আগামী তিন মাসের জন্য বিধি-নিষেধ জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট।
বুধবার (২৯ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী রায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী বলেন, পহেলা মে রাত ১২টার পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার, হ্রদের মাছ বিপণন, পরিবহন এবং স্থানীয় বরফকল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
নিউজজি/ এসআই