নিউজজি প্রতিবেদক ২৯ এপ্রিল, ২০২০, ১৭:৩৬:৩৩
শিমুলিয়া ঘাটে শ্রমিকদের উপচে পড়া ভিড়
ঢাকা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় লেগেছে। তাদের মধ্যে অধিকাংশই ঢাকামুখী বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই ওই নৌরুটে ফেরি ও ট্রলারে করে হাজার হাজার যাত্রী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসতে থাকে। ট্রলারে করে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।
লৌহজং উপজেলার মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে রো রো ফেরি শাহ পরাণ ও ডাম্প ফেরি রামশিং কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে নোঙর করে। ফেরি দুটিতে ৫ হাজারেরও বেশি যাত্রী ছিল। যাদের বেশিরভাগই পোশাককর্মী।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ফেরি কিংবা অন্যান্য যানবাহন তেমন নেই। তবে যাত্রীদের ভিড় উপচে পড়া। অধিকাংশই পোশাককর্মী।
তিনি জানান, ফেরির চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই এসব ট্রলারগুলো নোঙর করছে ঘাটের বাইরে পদ্মার চরে।
নিউজজি/টিবিএফ