মাদারীপুর প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২০, ১৮:১৪:৪৩
ছবি : নিউজজি
মাদারীপুর: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলা চত্বরে মাদারীপুর সদর উপজেলা পুষ্টি কমিটির উদ্যোগে বিশেষ করে সেসব পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার দেয়া জরুরি সেই সব পরিবারের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গত ২৩ এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য কর্মীরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি বিষয়ক বার্তা প্রদান করে।
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে এই লক্ষে মাদারীপুর সদর উপজেলার পক্ষ থেকে আমরা আমাদের মাঠ পর্যায়ে যে সকল শিশুসহ যারা পুষ্টিকর খাদ্য পাওয়ার যোগ্য তাদেরকে আমরা করোনার আওতায় পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাবার দিয়েছি। এছাড়া করোনা উপলক্ষে প্রত্যেককে স্বাস্থ্য জ্ঞান ও পুষ্টি বার্তা পৌছে দেই।
এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. মীর রায়হান, ডা. রাসনা জাহারিন, মাদারীপুর জেলা স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সভাপতি শাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেনসহ অন্যরা।
নিউজজি/এসএম