নিউজজি ডেস্ক এপ্রিল ২৮, ২০২০, ২০:১৭:০৭
আইসিইউতে ইরফান খান
আবারও অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো তথ্যটি নিশ্চিত করেছে। অসুস্থ ইরফান খানের পাশে তার স্ত্রী সুতপা সিকদার এবং দুই ছেলে রয়েছে। তারা ইরফানের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে মাত্র চার দিন আগেই মাকে হারিয়েছেন ইরফান খান। নিজের অসুস্থতা ও ভারতজুড়ে লকডাউনের কারণে মাকে দেখতেও যেতে পারেননি তিনি।
উল্লেখ্য, অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছেন ইরফান খান। মাঝে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। তখন 'আংরেজি মিডিয়াম' সিনেমার কাজ শেষ করেন। অবশ্য সিনেমাটি খুব বেশি সুবিধা করতে পারেনি৷ কারণ এটি মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই ভারতের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়।
নিউজজি/কেআই