নিউজজি প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২০, ২০:২০:৫৯
করোনায় প্রাণ হারানো ডা. মঈন উদ্দিনের শ্রদ্ধায় চিরকুটের গান
মহামারি করোনাভাইরাস বিপর্যয়ে সামনে থেকে লড়ছেন নার্স ও ডাক্তারেরা। নিজেদের জীবনকে সর্বোচ্চ ঝুঁকিতে ফেলে তারা বাঁচানোর চেষ্টা করছেন অন্যদের। তেমনই এক বীর যোদ্ধা ডা. মঈন উদ্দিন৷ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এই সহকারী অধ্যাপক করোনায় মৃত্যুবরণ করেছেন।
ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে দেশের সর্বোচ্চ মহপ থেকে একেবারে সাধারণ মানুষ, সবাই শোক প্রকাশ করেছেন। 'গরীবের বন্ধু' হিসেবে খ্যাত এই চিকিৎসককে নিয়ে এবার গান বেঁধেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
চিরকুট-এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সেই গান। ‘মঈন উদ্দিন মঈন উদ্দিন, জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কি করে শোধিব ঋণ' এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন চিরকুটের প্রধান শারমিন সুলতানা সুমি।
গানটি নিয়ে শারমীন সুলতানা সুমি বলেন, ‘মানুষের সেবা করা ডাক্তারদের ধর্ম। তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় দিনরাত খেটে চলা সব স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আমাদের এই গান।’
নিউজজি/কেআই