নিউজজি ডেস্ক এপ্রিল ২৮, ২০২০, ২২:৩৭:৪৩
ভাবনার যে ছবিতে কাঁপছে নেট দুনিয়া!
আশনা হাবিব ভাবনা। বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী। যিনি সিনেমা পাড়ায় "ভাবনা" নামে পরিচিত। ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন "নট আউট" নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন।
২০১৭ সালে তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভয়ংকর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে। যা পরিচালনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক অনিমেষ আইচ। ভাবনা এ পর্যন্ত গ্রামীণফোন, মজো, রাঁধুনি, প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফ্রুটো, পারটেক্স, স্প্রিন্ট মোবাইল ও রবি কোম্পানির পণ্য দূত হিসেবেও কাজ করেছেন।
সম্প্রতি করোনা নিয়ে নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন ভাবনা। যেখানে দেখা যায় তিনি বিভিন্ন দোয়া পড়ছেন এবং ভক্তদেরও এ নিয়ে তাগিদ দিয়েছেন। তারপরই শুরু নানা কথা। আহমেদ নামের একজন লিখেছেন, এক মাস লোক দেখানো আর এগার মাস ফিগার নাচানো মানে হয় না। ইলফাত নামের একজনের মন্তব্য, যার ইবাদত যত বেশি গোপন. আল্লাহ তায়ালা তার উপর তত বেশি খুশি হন। এভাবেই চলছে নানা যুক্তি তর্ক।