নিউজজি ডেস্ক এপ্রিল ২৯, ২০২০, ১৭:২৯:৪০
গোপনে বিয়ে করলেন অভিনেতা চেম্বান বিনোদ জোস
ভারতে করোনাভাইরাসের থাবা দিনদিন ভয়ংকর হয়ে উঠছে। তাই দেশটিতে ভাইরাসের তাণ্ডব ঠেকাতে চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝেই মঙ্গলবার গোপনে বিয়ে করলেন মালায়াম অভিনেতা চেম্বান বিনোদ জোস।
বিয়ের খবরটি সোশ্যাল মিডিয়ায় চেম্বান নিজেই ঘোষণা করেছেন। সেখানে এ অভিনেতা জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন মরিয়াম থমাসকে। মরিয়াম থমাস পেশায় মনোবিদ।
প্রসঙ্গত, চেম্বান বিনোদ জোসের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুনীতা নামে আমেরিকা নিবাসী এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেন চেম্বান। তাদের ওই সংসারে এক পুত্র রয়েছে, নাম জন ক্রিস চেম্বান।