শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

ফিচার
  >
আইনী সহায়তা

জাতীয় পতাকা সংক্রান্ত বিধি

রেজাউল করিম শিল্পী ১৬ এপ্রিল , ২০১৭, ১৯:২৯:৩০

12K
  • জাতীয় পতাকা সংক্রান্ত বিধি

ঢাকা: দেশের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্বের অক্ষুণ্ন তা জানান দিতে আমরা জাতীয় পতাকাকে উড্ডীন রাখি। কিন্তু জাতীয় পতাকা ওড়ানোর কতগুলো সু-নির্দিষ্ট বিধিমালা আইন দ্বারা নির্ধারিত আছে। আমরা তা জেনে না জেনে যথেচ্ছাভাবে ওড়াই। তাই সকলের জানার জন্য জাতীয় পতাকাসংক্রান্ত বিধিমালা নিম্নে প্রর্দশন করা হলো:

`People`s Republic of Bangladesh Flag Rules, 1972 Revised upto May, 2010’-এর (বাংলা অনূদিত) বিধি-৩ অনুসারে পতাকার আয়তন ও বর্ণনা:

`জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়ত ক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে, পতাকার দৈর্ঘ্যের নয় বিংশতিতম অংশ হতে অঙ্কিত উলম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।

     

(১) রং :

(ক) পতাকার সবুজ পটভূমি হবে প্রতি হাজারে প্রোসিয়ন ব্রিলিয়ান্ট গ্রীন এইচ ২ আর এস ৫০ পার্টস।

(খ) লাল বৃত্তাকার অংশ হবে প্রতি হাজারে প্রোসিয়ন ব্রিলিয়ান্ট অরেঞ্জ এইচ-২ আর এস ৬০ পার্টস

(২) ভবনে ব্যবহারের জন্য পতাকার আয়তন :

(ক) ১০'×৬'

(খ) ৫'×৩'

(গ) ২১/২' ×১১/২'

[সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করতে পারবে ]

(৩) গাড়িতে ব্যবহারের জন্য পতাকার আয়তন:

(ক) ১৫"×৯" ১/২ বড় গাড়ির জন্য

 (খ) ১০"×৬"১/২ ছোট এবং মাঝারি আকারের গাড়ির জন্য

(৪) আন্তর্জাতিক এবং দ্বি-পাক্ষিক কনফারেন্সের টেবিল পতাকার আয়তন ১০"×৬"।

ব্যাখ্যাঃ

(ক) পতাকার দৈর্ঘ্য ১০" হলে প্রস্থ হবে ৬";

 (খ) ‘পতাকার’ লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২";

(গ) বাম দিক হতে ‘পতাকার’ দৈর্ঘ্যের ৪১/২  হতে একটি উলম্ব রেখা টানতে হবে এবং পতাকার প্রস্থের মধ্যভাগ হতে একটি আনুভূমিক রেখা টানতে হবে;

(ঘ)এই উভয় রেখার ছেদ বিন্দুটি হবে লাল বৃত্তের কেন্দ্র।

(ক্রমশঃ)

 

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন