স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৮, ২০২০, ১৯:৩৭:২৬
রমিজ রাজা, ওমর আকমল। ছবি-ইন্টারনেট
পাকিস্তানের ক্রিকেটে একটার পর একটা কলঙ্ক। স্পট ফিক্সিংয়ে একজনের পর একজন নিষিদ্ধ। সর্বশেষ দৃষ্টান্ত ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-২০ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পাকিস্তানের উইকেট কিপার কাম ব্যাটসম্যান ওমর আকমল।
পিএসএলে স্পট ফিক্সিংয়ের প্রস্তাবটা গোপন রাখায় পেয়েছেন ৩ বছরের নিষেধাজ্ঞাদেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের নেতৃত্বে গঠিত পিসিবি'র ডিসিপ্লিনারি প্যানেল আকমলকে তিন বছরের জন্য সব ধরনের নিষিদ্ধ করেছে গত ২৭ এপ্রিল।
নিজের নির্বুদ্ধিতায় এত বড় সাজা পেয়েছেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানের ধারাভাষ্যকার রমিজ রাজা। এক টুইটারে বলেছেন রমিজ রাজা-'আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় খাতায় নাম ওঠালো উমর আকমল! তিন বছরের জন্য নিষিদ্ধ! প্রতিভার কি অপচয়! বারের পিছনে এমন জ্যাক গাধা, কোথায়? সময় এসেছে ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে পাকিস্তানে কঠোর আইন করার।'
এমন নির্বুদ্ধিতায় বড় সাজা পাচ্ছেন যারা, তাদের ক্রিকেট বাদ দিয়ে মুদি দোকান খোলার পরমর্শ দিয়েছেন পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট, ১৯৮ ওয়ানডে খেলা রমিজ রাজা। হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার-'যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন,তাহলে আমি বলব এইসব কলঙ্কিত ক্রিকেটারদের মুদি দোকান খোলা উচিত। আমার বড় সন্দেহ নেই যে বড় নাম ছাড় দেয়ায় পাকিস্তান ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
নিষেধাজ্ঞাদেশ কাটিয়ে শারজিল খানকে ক্রিকেটে ফেরানোর যে প্রক্রিয়া চলছে, তার বিপক্ষে অবস্থান রমিজ রাজার-'শারজিল খানকে আবারও দলে ফেরানোর কথা হয়েছে যা সঠিক নয় এবং পাকিস্তান ক্রিকেটকে ক্ষতি করতে পারে।'