শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

‘করোনায় আর্থিক ক্ষতির সমস্যায় পড়বে না রিয়াল’

ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০২০, ১৪:০৬:০২

325
  • ছবি: ইন্টারনেট

করোনার কারণে বন্ধ সব ধরণের লিগ। যে কারণে ক্লাবগুলো পড়েছে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে। তবে ইতালিয়ান কোচ ফাবিও ক্যাপেলো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তেমন আর্থিক সমস্যায় পড়বে না। 

দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন ইতালিয়ান ম্যানেজার ফাবিও ক্যাপেলো। যে কারণে ক্লাবটির অন্দরমহলের খবর বেশ ভালোই জানা তার। তাই তিনি বলছেন, রিয়ালের তেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না, ‘আমার মনে হয় রিয়ালই স্পেনের মধ্যে একমাত্র ক্লাব, এই মহামারির পর যাদের কোনো সমস্যা হবে না। তাঁদের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না।’

রিয়ালের তেমন ক্ষতি না হলেও বার্সেলোনা ও অ্যাথলেটিকোকে অনেক ঝামেলা পোহাতে হবে বলে মনে করেন ফাবিও, ‘বার্সেলোনা ও অ্যাথলেটিকোকে অনেক ঝামেলা পোহাতে হবে। দলবদলের বাজারে একটা বিপ্লব আসবে। আমরা গত কয়েক বছর এমন একটা অবস্থায় পৌঁছে গেছিলাম যে যেকোনো দলবদলেই অবিশ্বাস্য অঙ্কের অর্থ খরচ করতে হত। এই মহামারির পর খামোকা টাকা খরচ করার মাত্রাটা একটু কমবে। খেলোয়াড়দের দাম আবারও হাতের নাগালে চলে আসবে।’

সম্প্রতি জানা গিয়েছিল বার্সা ও অ্যাথলেটিকো ঋণে ভারাক্রান্ত। অ্যাথলেটিকোর ঋণের পরিমাণ প্রায় ৫৬ কোটি ডলার, ওদিকে বার্সার প্রায় ২৪ কোটি। অর্থনৈতিক মন্দার সময় এই ঋণ শোধ করতে দুটি ক্লাবকেই বেশ ঝামেলায় পড়তে হবে বলে মনে করছেন ক্যাপেলো।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন