ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০২০, ১৬:০২:০৮
ছবি: ইন্টারনেট
এ বছরের সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।
পুরো পৃথিবীকেই আপাতত স্থবির করে রেখেছে করোনাভাইরাস। যার ছোঁয়ায় বন্ধ সব ধরণের ক্রীড়া ইভেন্ট। এই মাসেই ছিল সাফের বার্ষিক কংগ্রেস ও নির্বাহী কমিটির সভা। শ্রীলঙ্কা বা মালয়েশিয়ার সভাতে সাফের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেই সভাও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
পরিস্থিতি স্বাভাবিক হলে ঝক্কি ঝামেলাও বেড়ে যাবে। তখন অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তাই সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচ থাকলে সাফ ফুটবল পিছিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এমন উদ্বেগের কথায় প্রকাশ করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘করোনার কারণে নির্ধারিত সময়ে সাফ ফুটবল হবে কিনা, আমি নিজেই সংশয়ে আছি। এমনিতে কোনও দেশের খেলোয়াড়েরা খেলার মধ্যে নেই। খেলা শুরুর আগে তাদের অন্তত বেশ কিছু দিন সময় দিতে হবে। আর কখন করোনাভাইরাসের প্রকোপ কবে কমে যাবে, তা তো বলা যাচ্ছে না।’
করোনা যদি ঠিক হয়ে যায় তাও সাফ ফুটবল মাঠে গড়াবে কি না সন্দেহ রয়েছে আনোয়ারুল হক হেলালের, ‘করোনা পরিস্থিতি কেটে গেলে তখন ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে। এছাড়া অন্য খেলা তো রয়েছেই। তাই সেপ্টেম্বরে সাফ হবে কিনা সংশয় আছে। তখন হয়তো নতুন সূচি নিয়ে চিন্তা করতে হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।’
নিউজজি/সিআর