স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৯, ২০২০, ১৮:১৯:৩১
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের যুক্তরাজ্য সফরও অনিশ্চিত
করোনা ভাইরাস মহামারী রূপ নেয়ায় ক্রিকেট সূচি লন্ডভন্ড। আইসিসি'র ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) নির্ধারিত সূচি গেছে থমকে। আগামী জুন মাসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
তবে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারনে ২ মাস আগেই বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জুন মাসের শেষ দিকে ( ২৯ জুন) স্কটল্যান্ডে একটি টি-২০ এবং ৩ জুলাই থেকে ইংল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার।
তবে ইংল্যান্ডে এখন লক ডাউন চলায় এবং ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে সকল ধরনের ক্রিকেট স্থগিত রাখায় এই সিরিজ আয়োজন ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের ( ইসিবি) পক্ষে অসম্ভব বলে মনে করছেন অস্ট্রলিয়ার টপ অর্ডার ডেভিড ওয়ার্নার-'ক্রিকেট ডট কম ডট এইউ-কে দেয়া এক সাক্ষাতকারে ওয়ার্নার বলেছেন-'প্রতিটি মুহূর্ত এখন অনিশ্চিত, ইংল্যান্ডে এখন যে পরিস্থিতি চলছে,তাতে এই সেখানে যাওয়া কঠিন।'
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে যুদ্ধ যুদ্ধ উত্তেজনা থাকে বলে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মন চায় ওয়ার্নারের। বিকল্প পরিকল্পনায় দর্শকহীন সিরিজ আয়োজনের কথা পর্যন্ত ভাবছে ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড। তা শুনেছেন ওয়ার্নার। তারপরও এই সিরিজের সম্ভাবনা দেখছেন না ওয়ার্নার-'কোন সন্দেহ নেই, আপনি যেখানেই খেলতে যান না কেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ। আমি ইংল্যান্ডে খেলতে ভালবাসি। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে এসে শিহরিত হতে হয়। তবে এই মুহুর্তে খেলা শুরু করার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।'