স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৯, ২০২০, ১৯:৩৫:০২
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ছবি-ইন্টারনেট
করোনা ভাইরাস মোকাবেলায় কোহলি,রোহিত,শচীন,গভাস্কার,গৌতম গম্ভীর-এক একজনের আর্থিক অনুদানের অংক ৫০ লাখ থেকে ৩ কোটি রূপী। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে তাদের আর্থিক অনুদানের অংক হয়েছে প্রশংসিত।
ক্রিকেটাররা যখন স্বেচ্ছায় প্রধানন্ত্রীর তহবিলে এতো বড় অংক অনুদান দিচ্ছেন, তখন ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে এমন উদ্যোগ নিলে প্রত্যাশিত সাড়া মিলবে, করোনা ভাইরাস কালীন সময়ে কষ্টে ভোগা ক্রিকেটারদের পাশে দাঁড়ানো যাবে-এমনটাই বিশ্বাস ভারতীয় ক্রিকেটার্স এসোসিয়েশনের (আইসিএ) প্রধান অশোক মালহোত্রার।
গত ২২ এপ্রিল ফেসবুকে এক ভিডিও বার্তায় সাবেক ক্রিকেটারদের কাছে এ আহ্বানই জানিয়েছিলেন তিনি। অথচ এক সপ্তাহে প্রত্যাশিত সাড়া পাননি মালহোত্রা। সাবেক ক্রিকেটারদের কাছ থেকে পেয়েছেন তিনি ২৪ লাখ টাকা। পিটিআইকে জানিয়েছেন তা- ' খেলোয়াড়রা তাদের সাধ্যমত সাহায্য করেছে। ২৪ লাখ টাকা উঠে এসেছে।'
এই ২৪ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা করে অনুদান সহায়তা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন এবং সাবেক পেস বোলার রাজিন্দর সিং ঘাই। সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাতে সন্তুষ্ট মালহোত্রা-' এই উদ্যোগের সঙ্গে সকলেই আছেন। আমার বিশ্বাস টাকার অঙ্ক আরও বাড়বে, আমরা আরও অনেক প্লেয়ারকে সাহায্য করতে পারব।এখনও পর্যন্ত আমরা বলতে পারছি আমরা ২৫-৩০ জন প্লেয়ারকে সাহায্য করার চেষ্টা করব কিন্তু যদি টাকার অঙ্ক বাড়ে তাহলে আমরা আরও অনেকবেশি প্লেয়ারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব। বিদেশে যে সব ক্রিকেটাররা আছেন তাদের কাছ থেকেও পাব। ১৬ মে পর্যন্ত এই উদ্যোগ চলবে।'
তবে অস্বচ্ছল ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে আসতে সাবেক ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া মেলেনি, তা দেখে হতাশ মালহোত্রা-' শীর্ষস্থানীয় প্লেয়াররা এই উদ্যোগে অংশ নেয়নি, আমরা আশা করছি তারাও এগিয়ে আসবে এবং তাদের সতীর্তদের সাহায্য করবে।'