স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৯, ২০২০, ২১:০২:৩৮
জুয়াড়ী দিপক আগারওয়াল।ছবি-ইন্টারনেট
বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের ধাক্কা দিয়েছেন ভারতীয় জুয়াড়ি দিপক আগারওয়াল। তার দেয়া স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় গত বছরের অক্টোবরে সাকিব পেয়েছেন সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা।
তাকে ছাড়া বাংলাদেশকে খেলতে হয়েছে ভারত সফর এবং হোম সিরিজ। সাকিবকে ফাঁসানো সেই বাজিকর দিপক আগারওয়ালকে অবশেষে আইসিসি নিষিদ্ধ করেছে।
আইসিসির কালো তালিকাভুক্ত জুয়াড়িকে নজরে রেখেছিল দীর্ঘদিন ধরেই। বিভিন্ন সময়ই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় অনৈতিক কাজে জড়িত থাকায় সন্দেহের তীর ছিল তার দিকে।
২০১৮ সালে টি-১০ ক্রিকেট লিগে সিন্ধি নামে একটি দলের মালিকানার অংশীদার এই দিপক আগারওয়ালকে আইসিসির এন্টি করাপশন কোড এর আর্টিকেল ২.৪.৭ ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে তাকে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
এক বিজ্ঞপ্তিতে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন-'আগারওয়াল আমাদের তদন্ত কাজে বাধা সৃষ্টি এবং বিলম্ব করেছেন। এমন বেশ কয়েকটি উদাহরণ আছে। তিনি আইসিসি দুর্নীতি দমন কোড ভঙ্গ করেছেন । কিছু কিছু তদন্তে তাই তার সম্পৃক্তা লক্ষ্য করা গেছে।'