নিউজজি ডেস্ক ২৯ এপ্রিল , ২০২০, ০৩:০১:১৭
গুগল ডুডলের সঙ্গে লকডাউনের মাঝে ক্রিকেট খেলুন
ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে চলমান লকডাউনের সময়টাকে একটু আনন্দময় করতে উদ্যোগ নিয়েছে গুগল। বাড়িতে বসে ক্রিকেট খেলার সুযোগ দিচ্ছে গুগল ডুডল।
লকডাউনে বাড়িতে থাকাকে উৎসাহিত করতে গুগল ফিরিয়ে আনল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ২০১৭ সালে তৈরি করা একটি বিশেষ অ্যানিমেটেড ডুডল।
গুগল ডুডল গেমটির সঙ্গে রাখা হয়েছে ট্যাগলাইন ‘স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম'। অর্থাৎ বাড়ি থেকে খেলাধুলা করুন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে এই ট্যাগলাইনের মাধ্যমে।
গুগল বলছে, কোভিড-১৯ সারা বিশ্বেই প্রভাব ফেলেছে। সবাই পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছে বাড়িতে। এটি মাথায় রেখেই আমরা পুরোনো ডুডল সিরিজ নিয়ে আসছি।
লকডাউনে অনেকেই বাইরে বেরিয়ে পছন্দের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন না। তবে গুগল ফের ডুডল সিরিজ থেকে পুরোনো জনপ্রিয় গেমটি ফিরিয়ে এনে একঘেয়েমি দূর করার উপায় খুঁজে দিয়েছে।