শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

প্রবাস

ইতালিতে বাংলাদেশিদের মধ্যে বেড়েছে করোনা সংক্রমণ

নিউজজি ডেস্ক ২৬ অক্টোবর , ২০২০, ০১:৪০:১৫

178
  • ইতালিতে বাংলাদেশিদের মধ্যে বেড়েছে করোনা সংক্রমণ

ঢাকা : ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপকভাবে বেড়ে গেছে করোনা ভাইরাস সংক্রমণ। ফলে জনমনে আতঙ্ক আবারও বেড়েছে। জানা যায়, গত ১ সপ্তাহে দেশটিতে বাংলাদেশিসহ ১ লাক্ষাধিক মানুষ  আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৭০০ জন। ফলে জনমনে আতঙ্ক আবারও বেড়েছে। বেশকিছু সংখ্যক বাংলাদেশি গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির সরকার অর্থনৈতিক অচলাবস্থার কথা বিবেচনা করে করোনা মোকাবেলায় লকডাউন না দিলেও আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। রাজধানী রোমসহ বেশকিছু এলাকায় ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সকাল ৬টার আগে খোলা এবং রাত ১১টার পর চালু রাখতে নিষেধ করা হয়েছে।

এছাড়া দেশটির অধিকা সংক্রমণপ্রবণ শহরগুলোতে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। কেউ অকারণে বাইরে ঘোরাফেরা করে কিনা, সেদিকে নজর রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য, ইতালীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৭ হাজার ২১০ জন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন