বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

প্রবাস

সৌদিতে দেয়াল চাপায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজজি ডেস্ক ২৮ নভেম্বর , ২০২৩, ১৩:৪৪:৩৭

133
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের তায়েফে নিমাণাধীন ভবনের দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে তায়েফ শহরের নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় হঠাৎ দেওয়ালের একটি অংশ ধসে চাপায় পড়ে গুরুতর আহত হন আবুল হোসেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবুল হোসেন। সেখানের তায়েফ শহরে ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করতেন। এক বছর আগে দেশে এসে আবারো সৌদি আরবে ফিরে যান। বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান। আবুল হোসেন বিবাহিত। তার পাঁচ বছরের এক ছেলে ও দেড় মাস বয়সী এক মেয়ে রয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন