শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ , ৮ রবিউস সানি ১৪৪৬

প্রবাস

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ‘বিজয় ফুল’ কর্মসূচি অনুষ্ঠিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি ৩ ডিসেম্বর , ২০২৩, ১০:৪৩:০০

141
  • পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ‘বিজয় ফুল’ কর্মসূচি অনুষ্ঠিত

মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রবাসী বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বিজয় ফুল উদযাপন কমিটি ইতালির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস পর্তুগালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল কর্মসূচি। ১ থেকে ১৬ ডিসেম্বরের বিজয় ফুল কর্মসূচির অংশ হিসেবে পর্তুগালের লিসবনে  বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গনে করা হয় এ বিজয় ফুল কর্মসূচি।

এতে প্রধান অতিথি হিসেবে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ও বিজয় দিবসের বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের বাণী সহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশ করা হয় বিজয় দিবসের একটি বিশেষ ক্রোড়পত্র। এসময়ে রাষ্ট্রদূত বিজয় ফুল পড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস পর্তুগালের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো.আলমগীর হোসেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম সহ অন্যরা।

কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয় ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ।

এসময়ে গত একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত রিয়াজুল ইসলাম কাওছারের লেখা প্রবন্ধ গ্রন্থ “ভাবনা গুলো ভাবিয়ে যায়”রাষ্ট্রদূতকে উপহার দেন। প্রবাসের মাটিতে বিজয় ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পরিচয় এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরাই বিজয় ফুল কর্মসূচির মূল লক্ষ্য জানান আয়োজকরা ।

নিউজজি/এমএফ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন