মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ , ২২ জুমাদিউল আউয়াল ১৪৪৫

দেশ

সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

নিউজজি ডেস্ক ২৪ জানুয়ারি, ২০২৩, ২৩:৫৯:০৬

103
  • সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

ঢাকা: দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মঙ্গলবার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডেটাবেইজে সংরক্ষিত (নভেম্বর ২০২২ মাসভিত্তিক) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপির তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।

সিআইবির তথ্য মতে, ব্যাংকে তাদের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ হচ্ছে ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।

সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি জানান, সারা দেশে মোট ঋণখেলাপির সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন। শীর্ষ ২০ খেলাপির মধ্যে সবচেয়ে বেশি ঋণ সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেডের।

তাদের খেলাপি ঋণ এক হাজার ৬৪০ কোটি ৪৪ লাখ টাকা। আর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের খেলাপি ঋণ এক হাজার ৫২৯ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে, রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের ঋণের স্থিতি এক হাজার ৭৭ কোটি ৬৩ লাখ টাকা। আর এই কোম্পানির পুরোটাই খেলাপি ঋণ। এছাড়া শীর্ষ ২০ এ থাকা প্রত্যেকের খেলাপি ঋণের পরিমান সাড়ে ৫শ থেকে প্রায় ১ হাজার কোটি টাকা পর্যন্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন