বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ , ২৬ রমজান ১৪৪৬

দেশ

যাত্রাবাড়ীতে কেমিক্যাল গোডাউনে আগুন

নিউজজি প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০০:০৫:৪১

150
  • ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া রোডের ধোলাইপাড় বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে রাত ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ৮টা ২৫ মিনিটে খবর আসে দনিয়া রোডের ধোলাইপার বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল এবং এর রঙয়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ৮টা ৪০ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ঘণ্টাখানেক পর আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহত নেই।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন