শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

গাংনীতে বিদ্যুৎপৃষ্টে এক কৃষক নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি ১৩ এপ্রিল, ২০২৪, ১৯:১৯:০৬

104
  • গাংনীতে বিদ্যুৎপৃষ্টে এক কৃষক নিহত

মেহেরপুর: গাংনীতে বিদ্যুৎপৃষ্টে আক্তারুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে পৌর শহরের শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তারুল ইসলাম একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আক্তারুল ইসলাম বাড়ির পাশের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে ফেরার পথে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সীমা বিশ্বাস বলেন, মৃত অবস্থায় আক্তারুল ইসলামকে হাসপাতালে আনা হয়েছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন