সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

দেশ

উপজেলা নির্বাচনে প্রার্থিতার জামানত কমানোর দাবিতে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৪, ১৭:১১:০২

117
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানতের অর্থ কমানোর দাবিতে আখাউড়ায় মানববন্ধন করেছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আখাউড়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন ও তার সমর্থনকারীরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন মহিউদ্দিন। মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থীর এক লাখ টাকা জামানত কমিয়ে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানতের অর্থও কমানোর দাবি করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ আখাউড়া শাখার য্গ্মু সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাসদ যুবজোট নেতা মো. সুহেল ভূঁইয়া।

বক্তব্যে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে-নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে এক লাখ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশন জনপ্রতিনিধিদের সামর্থের কথা চিন্তা না করে এক লাখ টাকা জামানত নির্ধারণ করেছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে যদি পূর্বের ন্যায় জামানত ১০ হাজার টাকা করা হয়। তাহলে ভালো সৎ মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। এক লাখ টাকা জামানতের মাধ্যমে কালো টাকার মালিক ও দূর্নীতিবাজদেরকে উৎসাহিত করবে। এতে সাধারণ মানুষ, ভালো মানুষ, সাধারণ রাজনীতিবিদ, সুশীল সমাজ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সৎ মানুষ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে পারবে না। দূর্নীতিবাজরাই ভবিষ্যতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে।

জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের যেখানে ২৫ হাজার টাকা জামানত, সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার বেশি হতে পারে না।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন