শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৬ জিলহজ ১৪৪৬

দেশ

গরমে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেল এক শিশু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৪, ১৮:৩৬:২৩

105
  • গরমে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেল এক শিশু

গাজীপুর: শ্রীপুরে রাজাবাড়ি এলাকায়  মিটালু গ্রামে গরমে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুবায়ের হোসেন ( ১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ  বুধবার  দুপুরের দিকে উপজেলার মিটালু গ্রামে প্রবাহিত পারুলি খালে শিশুটি গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জুবায়ের হোসেন ওই গ্রামের কাচারির টেক এলাকার সৌদি প্রবাসী ফারুক হোসেনের ছেলে। সে রাজাবাড়ি প্রীতি শিশু কিশোর বিদ্যানিকেতনের ৩য় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, স্কুল বন্ধ থাকায় সমবয়সীদের সাথে প্রতিদিনের মতো দুপুরে বাড়ির আশপাশে খেলা করছিল জুবায়ের হোসেন। পরে রোদের তাপে বন্ধুদের সাথে গোশলের জন্য পারুলি খালে নামে। গোসলের একপর্যায়ে খালের মাঝে তলিয়ে যায় জুবায়ের।

এ সময় সাথে থাকা সকলেই তাকে খুঁজাখুঁজি করে বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খালের পানিতে খুঁজতে গেলে পানির নিচ থেকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক (এস.আই) নাহিদ মিয়া বলেন, খালের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ থানায় জানায়নি। তবে খবর নিয়ে পরবর্তীতে জানাতে পারব।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন