রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

দেশ

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্বে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২৬ মে, ২০২৪, ১১:২৪:৫৭

385
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর উপজেলা নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন থামছে না। আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-এমপিরা প্রচারসহ কোনো ধরনের নির্বাচনি কাজে অংশ নিতে পারবেন না। কিন্তু স্থানীয় সরকারের এ নির্বাচনে অনেক এমপির বিরুদ্ধে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বিজয়নগরে উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী নাছিমা মোকাই আলীর বিরুদ্ধে একের পর এক আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে। তাকে গাড়ীর শোডাউন নিয়ে নির্বাচনি প্রচারনায় করতে দেখা গেছে। ভোটারদেরকে অর্থের বিনিময়ে ওয়াদাবদ্ব করছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনি বিভিন্ন সভা করছেন ধর্মীয় প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের ব্যবহার করে। ধর্মীয় প্রতিষ্ঠানে মোটা অংকের অর্থ দেয়ারও অভিযোগ রয়েছে। নাছিমার পক্ষে আওয়ামী লীগের উপজেলার নেতাদেরও মাঠে নামতে দেখা গেছে। তার পক্ষে সরকারি বিভিন্ন শিক্ষক ও বিভিন্ন কর্মকর্তারা মাঠে নামতে দেখা গেছে। তার নির্বাচনি প্রচারনায় প্রতিদিন কোটি টাকার উপরে খরছ করছেন বলে একটি সুত্র জানায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন