শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ , ৮ শাবান ১৪৪৬

দেশ

২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ১৪ জুন, ২০২৪, ১৩:৫৭:৪১

249
  • ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিপাক্ষিক সফরে আগামী ২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ জুন) সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন সরকারপ্রধান শেখ হাসিনা। তার এই সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আনুষ্ঠানিক বৈঠকে তিস্তাসহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির টানা তৃতীয় দফা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ৮ জুন দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি মাসে এনিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লি সফর করবেন তিনি।

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে উভয় নেতাই পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন