রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

রাজধানীতে ৭ চামড়া ব্যবসায়ীকে জরিমানা

নিউজজি প্রতিবেদক ১৮ জুন, ২০২৪, ১৮:০৫:০৩

166
  • ছবি: সংগৃহীত

ঢাকা: অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব ও জয়কালি মন্দির এলাকায় সাত মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিন তাদের এই জরিমানা করা হয়।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় পাঁচ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে পাঁচ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করেন দক্ষিণ সিটির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

এদিকে, রাজধানীর জয়কালী মন্দির এলাকায় অননুমোদিতভাবে রাস্তার ওপর কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার দুই মামলায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

সবমিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে অননুমোদিত কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় সাত ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো উপস্থিত ছিলেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন