শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

রামগতিতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি ১১ জুলাই, ২০২৪, ১১:৩২:৩৯

80
  • রামগতিতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: রামগতি উপজেলার পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ২ বছরের ছেলে দুর্জয়, রামগতি পৌরসভার নুরিয়া মাদ্রাসা এলাকার নুর নবীর ২ বছরের ছেলে আব্দুল্লাহ ও চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ৩ বছরের মেয়ে ফাতেমা।

এছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরেক শিশু পানিতে ডুবে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উদ্ধার করে ২ শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন বাড়িতেই মারা যায়।

চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফেরদৌস বলেন, শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাকে পানিতে পাওয়া যায়। পরে দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরআলগী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী জানান, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ‘পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন