সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

দেশ

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহত ৫

যশোর প্রতিনিধি ১২ জুলাই, ২০২৪, ১৬:৩২:৩৭

122
  • ছবি : সংগৃহীত

যশোর:  বাঘারপাড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহতসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির হলেন-  সিদ্দিক হোসেন। তিনি বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান, আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল, বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ, ও জালাল মোল্লার ছেলে কবির হোসেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি খাদে কয়েকজন মাছ ধরছিলেন। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে আসে। একপর্যায়ে মাছ ধরা লোকজনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রোকিবুজ্জামান বলেন, ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন