রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

দেশ

বাংলাদেশে সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র

নিউজজি ডেস্ক ২৪ জুলাই, ২০২৪, ২৩:৫৭:৫৯

175
  • বাংলাদেশে সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র

ঢাকা: বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতি কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন?  জবাবে পেন্টাগন মুখপাত্র বলেন, অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।  

ম্যাথু মিলার বলেন, আগের দিনও আমি বলেছিলাম, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংসতা বা সরকারের বিরূদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা, অর্থাৎ সব ধরনের সহিংসতায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।  

মিলার আরও বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সরকারের কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয়। আমরা অবশ্যই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি আমরা দেখতে চাই।

বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়া নিয়ে মিলার বলেন, অন্য দেশগুলোর ক্ষেত্রেও আমরা এগুলোর বিরুদ্ধে বলেছি। বাংলাদেশের ক্ষেত্রেও  আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়ে যাবো।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন