শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

কর্মসূচি বাস্তবায়নে আন্দোলনকারীদের নতুন নির্দেশনা

নিউজজি ডেস্ক ৫ আগস্ট, ২০২৪, ০৯:৪৫:৫৩

97
  • কর্মসূচি বাস্তবায়নে আন্দোলনকারীদের নতুন নির্দেশনা

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার তাদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা সকাল ১১টা থেকে অবস্থান নিবে। কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ১১টা থেকে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা দেয়া হবে শহীদ মিনার থেকে। তবে বাকি পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেয়া হবে। সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলেও জানান তিনি। 

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ধৈর্য এবং শক্তির মেলবন্ধনই বিজয় নিশ্চিত করবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন