রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

মাঠে একাধিক সংস্থা, তালিকা হচ্ছে চাঁদাবাজ দখলবাজদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি ৮ আগস্ট, ২০২৪, ১৪:০৩:৩৩

93
  • ছবি : নিউজজি

নারায়ণগঞ্জ: ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশে নির্বাচিত সরকার না থাকায় এবং পুলিশ না থাকায় বেড়েছে অপরাধের প্রবনতা। এমন পরিস্থিতিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন সরকারি সংস্থা তালিকা প্রস্তুত করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নারায়ণগঞ্জে পুলিশের কার্যক্রম দেখা যায়নি। এ অবস্থায় বিভিন্ন মহল ও দুর্বৃত্তদের লুটপাট ও দখলদারিত্ব চালাতে দেখা গেছে। এতে শহরজুড়ে নাগরিকদের মাঝে চাপা ভয় দেখা গেছে।

দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।

এদিকে, চলমান পরিস্থিতিতে যারাই লুটপাট, ডাকাতি ও দখলদারিত্বের সাথে জড়িত আছে তাদের সকলের তালিকা তৈরি করা হচ্ছে বলে নিশ্চিত করেছে একাধিক সরকারি সংস্থা। অন্তবর্তী দরকারের দায়িত্ব গ্রহণেত পর তালিকা অনুযায়ী দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানা গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন