রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

ছাত্র জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি ৮ আগস্ট, ২০২৪, ১৪:৫৪:৩৩

110
  • ছবি : নিউজজি

টাঙ্গাইল: ছাত্র জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের এ অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে শহরের শহীদ মিনারের সামনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে সুজনের পক্ষ থেকে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ করা, সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখা এবং গনত্রান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিকের সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি অধ্যাপক বাদল মামুন, সাধারন সম্পাদক তরুন ইউসুফ, আরপিডিও'র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, এডভোকেট খন্দকার রুকুনুজ্জামান, সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি জাকির হোসেন। মানববন্ধনের সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুলায়মান হায়দার টুটুল।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন