রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

‘শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে, তারা সাধুবাদের যোগ্য’

নিউজজি প্রতিবেদক ৮ আগস্ট, ২০২৪, ১৭:৩০:১৩

56
  • ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। এর জন্য তারা সাধুবাদের যোগ্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে কর্মকর্তাদের। সিন্ডিকেট ভাঙ্গার সময় এখনই। হিডেন চার্জ এখন আর নেয়া হচ্ছে না। নতুন করে যেন কেউ চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, ‘বাজারে পণ্য নেই, অস্থির বাজার’, এমন গুজব সুপরিকল্পিতভাবে ছড়িয়ে বাজার অস্থিতিশীল করতে চাইছে কেউ কেউ। গুজবে কান দেবেন না। পণ্য আমদানি ও সাপ্লাই চেইন অনেকটাই স্বাভাবিক আছে বলে জানান তিনি।

এর আগে বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের। আজ রাজধানী ঢাকার কিছু জায়গাতেও বাজার মনিটরিং করতে দেখা যায় শিক্ষার্থীদের।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন