রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি শিক্ষার্থীদের

নিউজজি ডেস্ক ৮ আগস্ট, ২০২৪, ১৭:৪১:৩৪

69
  • ছবি: সংগৃহীত

ঢাকা: উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ দাবির পক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সমাবেশ করবেন। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা অবগত আছেন যে, সাম্প্রতিক জুলাই ম্যাসাকারে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চার শতাধিক ছাত্র-জনতাকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং ১৫০০০ অধিক আহত হয়েছেন। দেশকে করেছে মেধাশূন্য।

এমতাবস্থায় হাসিনা সরকারের পতনের পরে বিদ্রোহ করে দেশের ল অ্যান্ড অর্ডার নষ্ট করেছে। ফলে দেশজুড়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা, লুটতরাজ, সংখ্যালঘুদের ওপর হামলা, উপাসনালয়ে ভাঙচুর। এ ক্ষেত্রে দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাত জেগে পাহারা দিতে হচ্ছে ছাত্র জনতাকে। 

এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো প্রয়োজন বলে আমরা মনে করি। জুলাই ম্যাসাকারে পুলিশের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন