শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

হরিরামপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কর্মসূচি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ৮ আগস্ট, ২০২৪, ১৭:৪৬:২৮

73
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: হরিরামপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ঝিটকা খাজা রহমত আলী কলেজ থেকে ঝিটকা গার্লস স্কুল মোড় হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।

এ কর্মসূচিতে অংশ নেন ঝিটকা খাজা রহমত আলী কলেজসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত হরিরামপুরের বিভিন্ন এলাকার অর্ধশত শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক খান বলেন, সত্য স্বাধীন ও নৈতিকতাপূর্ণ দেশ বিনির্মাণে পিছিয়ে নেই আমাদের 'বৈষম্যবিরোধী ছাত্র জনতা ঐক্য পরিষদ (২০২৪), হরিরামপুর। আজ আমরা ঝিটকা বাজার ও আশেপাশের অঞ্চল পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করি। আমি অভিভূত! সকলেই খুব উজ্জ্বীবিত ও স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। আমি প্রবল আশাবাদী যে তারা দেশের সকল মানুষের সহযোগিতা পেলে, এই দেশটাকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করতে পারবেই পারবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন