শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন

নিউজজি ডেস্ক ৯ আগস্ট, ২০২৪, ০১:০৩:৩০

101
  • ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলন

ঢাকা: দেশে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এসব প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। রাতে নগরীর নানুয়া দীঘিরপাড়ে এই আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা কখনও লুটপাটকারী হয় না। বাংলাদেশে যতবারই স্বৈরাচার আসবে ততবারই তারা জ্বলে উঠবে। তারা বলেন, শিক্ষার্থীদের এবারের আন্দোলন পরবর্তী শাসকদের জন্য দিকনির্দেশান হিসেবে কাজ করবে।

পটুয়াখালীর বাউফলেও আন্দোলনে নিহত শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে সৎ পথে চলার জন্য শপথবাক্য পাঠ করেন তারা।

সবশেষ দেশত্ববোধক গান গেয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী বক্তব্যে সারাদেশে লুটপাট ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন