শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

আপিল বিভাগের আরও ৩ বিচারপতির পদত্যাগ

নিউজজি ডেস্ক ১০ আগস্ট, ২০২৪, ১৯:৩০:০৬

76
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন-  বিচারপতি এম ইনায়েতুর রহিম,  বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহিনুর ইসলাম। শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগ করেন।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের দুই বিচারপতি- মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রে প্রধান বিচারপতি লিখেছেন, ‘সুপ্রিমকার্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।’
 
এদিকে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন