রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম শহীদ আবু সাঈদ গেট

নিউজজি ডেস্ক ১১ আগস্ট, ২০২৪, ০১:১৭:৫০

112
  • যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম শহীদ আবু সাঈদ গেট

ঢাকা: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তের পকেট গেটের নাম এখন শহীদ আবু সাঈদ গেট। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে এসে পকেট গেটে নতুন নাম সম্বলিত ব্যনার ঝুলিয়ে দেয়।

এ সময় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। তারা জানান, যমুনা ফিউচার পার্কের এই গেটটি দীর্ঘদিন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এখন তরুণ প্রজন্ম উন্মুক্ত গেটে এই ব্যানার দেখা মাত্রই আবু সাঈদের আত্মত্যাগ স্মরণ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু সাঈদ (২৫) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন