সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ , ২ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

পূজামণ্ডপে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৪

নিউজজি প্রতিবেদক ১২ অক্টোবর, ২০২৪, ১০:৪২:৫৫

91
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটেছে। তবে ওই বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হয়েছে। তবে এ ঘটনাটি ছিনতাই বলে দাবি করেছে পুলিশ। সেখান থেকে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ককটেল সদৃশ বস্তুটির বোতলের ভেতরে তরল সদৃশ পদার্থ রয়েছে। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটেফার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। ককটেল নিক্ষেপ ও ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজন হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূঁজা চলাকালে ৩ থেকে ৪ দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ৪ জন স্বেচ্ছাসেবক ছুরিকাঘাতে আহত হয়। বর্তমানে তাঁতিবাজার পূজা মণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বলেন, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে রাত ৮টার দিকে এক নারীর চেইন ধরে টান দেয় কয়েকজন ছিনতাইকারী। এ সময় সেখানকার লোকেরা বাধা দিলে ছিনতাইকারীরা চারজনকে ছুরিকাঘাতে আহত করে। হামলাকারীরা একটি বোতল ছুঁড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপ-কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, ১৭ নম্বর তাঁতিবাজার পূজা কমিটি আয়োজিত পূজা মণ্ডপের আশেপাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এছাড়া পূজা মণ্ডপে কিছু একটা ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। আমরা সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছে ছুরি-চাকু পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল আমরা এটা জানার চেষ্টা করছি এবং ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি৷

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন