মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

ধানমন্ডি থেকে সাবেক এমপি হাজী রহিম উল্লাহ গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর, ২০২৪, ১৮:০৩:৪৮

61
  • ছবি: সংগৃহিত

ঢাকা: ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১২ অক্টোবর) ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

এতে বলা হয়, র‍্যাব ২ সদর কোম্পানি বিশেষ অভিযানে গত ৪ আগস্ট ফেনীর সোনাগাজী থানায় দাঙ্গা ও হত্যা মামলার এজাহারভূক্ত আসামি দেখিয়ে ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্লাহ (৬৬) কে ডিএমপি ঢাকা ধানমন্ডি থানাধীন ধানমন্ডি এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-২, সদর কোম্পানি। গ্রেপ্তার পরবর্তী, আইনগত ব্যবস্হা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান।

এতে আরও বলা হয়, উল্লেখ থাকে গত ৪ আগষ্ট দুপুরে ঘটিকার সময় ফেনী সোনাগাজী থানাধীন সোনাগাজী পৌর উদ্যান মাঠে ছাত্র জনতা আন্দোলনের জন্য মিলিত হলে অত্র মামলার এজাহার নামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকশ আসামি ছাত্র জনতার উপর আক্রমণ করে এবং পিটিয়ে ও গুলি বর্ষন করে ৯ জনকে হত্যা সহ অসংখ্য ব্যক্তিকে মারাত্মক আহত করে। ঘটনার পর অত্র মামলার বাদী তার স্বামী হত্যার মামলা দায়ের করলে আসামিগণ এলাকা হতে পলায়ন করে।

অতঃপর র‍্যাব-২ সদর কোম্পানির নিবিড় পর্যবেক্ষণ ও অভিযানে অদ্য অত্র মামলার এজাহার নামীয় আসামি মো. রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন