মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

রোববার শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, জেলেরা প্রস্তুত

নিউজজি প্রতিবেদক ২ নভেম্বর, ২০২৪, ১৭:১৯:৩৭

67
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রোববার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়ে সাগর যাত্রার প্রস্তুতিতে যেনো দম ফেলার উপায় নেই জেলেদের।

জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা এখন মাছ ধরার স্বপ্নে বিভোর। জেলেদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। প্রস্তুত তারা।

সরেজমিনে দেখা যায়, নিষেধাজ্ঞার শেষ সময়ে জাল-দড়ি গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে।

জেলেরা জানান, একের পর এক বৈরি আবহাওয়ায় চলতি ইলিশ মৌসুমে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। এছাড়াও জ্বালানি তেলসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে যখন বেহাল অবস্থা। ২২ দিনের নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলে।

রোববার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথে মাছ শিকার শুরু করবেন তারা। এর আগে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ওই সময়টাতে সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যাওয়া কর্মকর্তাদের ধাওয়াপদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যাওয়া কর্মকর্তাদের ধাওয়া

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার রাত ১২টায়। ট্রলার মেরামত, নতুন জাল তৈরি ও পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় আছেন উপকূলের জেলেরা। সাগরে ৮-১০ দিন অবস্থান করার মতো খাবারও প্রস্তুত করা হচ্ছে।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন